জানি, তুমি নির্দয় নও  
মন আছে তোমারও
কষ্ট তোমারও হয়  
তবে তুমি জানো অভিনয়
দেখে দেখে শিখেছ যদিও
হাসলেও, জল আসে না তোমার চোখে।
ভাবো, এটাই বুঝি জীবন!  
এভাবেই বাঁচতে হবে,    
শান্তির বাসা চেন না।
ভেবে সুখ,কর ঘর অসুখের সাথে
জমা রেখে বিবেক অসতের কাছে
করো বিষপান,  
জানো না অমৃতের সন্ধান
খোঁজও রাখো না ।
হতে চেয়ে বুদ্ধিমান,
পোড়াও নিজের কপাল
হও অভাগা ভাগ্যবান সেজে ?
পারি না আমি, কেঁদে ফেলি!
তোমার কষ্ট দেখে।