ওরা ভয়ে মরে
কারন!
সবাই জানে এখন!  
ওরা চুরি করে।
মেরে গরীবের পেটে লাথ
উস্কে দিয়ে জাতিয়তাবাদ  
লাগায় আগুন মানুষের ঘরে।


ওরা, অধিকারের কথা বলে
বলে,  আত্মনির্ভরতার কথা
তবে দেয় না ছিটেফোঁটা!
শুধু নিজেরাই করে ভোগ
বাড়িয়ে পরনির্ভরতার রোগ
ঔষধের নামে
সাজিয়ে প্রকল্প বড় মুখে প্রচার করে
করতে দূর শত কোটি গরীবের গরীবত্ব
করে বিভাজন! প্রতিটি দুর্বল সূত্র ধরে।  


আসলে!
ওরাই কিন্তু! গরীব তৈরি  করে


তবে জানে!
চলতে থাকলে এভাবে
এক না একদিন ঠিক!  বিদ্রোহ হবেই
হবে গৃহযুদ্ধ! অলিতে গলিতে    
অন্নের অভাবে , জীবিকার অভাবে
জ্বলবে আগুনে  প্রতিটি গরীবের ভিটে  
সেদিনের জন্যই!  
সুরক্ষা মজবুত করা একান্ত প্রয়োজন।  


প্রয়োজন বেঁচে থাকার
তাদের, যারা জমিয়েছে এই লুটের কারবার
বছরের পর বছর ধরে
সেই সম্পদ যেন না হয় বণ্টন
হাভাতে গরীবের ঘরে
নিরাপদে চলে শাসন শোষণ!
তাই! চাপিয়ে বন্দুক  যুবশক্তির  কাঁধে
সুরক্ষার বলয়  রচনা করে।


নিশ্চিন্ত হতে চায়!
জানে!  কাঁটা দিয়েই কাঁটা তোলা যায়
এমনিই এদেশে রোজ!  কতো বক ঝড়ে মরে
যাদের হিসেব কেউ রাখে না।