মাঝে মাঝে মনে হয়
ভারতবর্ষে নয়
নিউইয়র্কে আছি।
নিউইয়র্ক যদিও
যাওয়া হয়ে ওঠেনি কখনও ।
মাঝে মাঝে তবুও
সমাজে , পোশাকে ,মননে, গৃহসজ্জায়
কিম্বা দামী রেস্তোরায়
আমি নিউইয়র্ককেই যেন খুজে পাই ।
আমার  গর্ব হয় মনে
আমার মত নকল,  কে আর করতে পারে ?
শুধু ছবি দেখে অথবা শুনেই আমি
রপ্ত করে নিতে পারি
অনেক অজানা অভ্যাস, সংস্কার,  রিতি নিতি
শিক্ষার পদ্ধতি ।
না বুঝেই, বুঝে ফেলতে পারি সভ্যতার গতিবিধি
উন্নত হওয়ার বাসনা
আধুনিকতার  মাঝে পার্থক্য রাখেনা
বাইরে থেকে এক মনে হতে পারে ?
কাজে না হোক,  আচারে ব্যাবহারে।  
পার্থক্য যা  শুধু টিকে থাকে ডলারে
ওরা যা কেনে এক টাকায়
আমি কিনি সেটা আশিতে ।