কিছুদিন আগে ছিল জমিদার
এখন আছে মজুতদার , ঠিকাদার, সরকার
দিন আনা দিন খাই কিন্তু এখনও কাঙাল
সংখ্যাটা বেড়েছে বৈ কমেনি!
মানুষের ভিড়ে তারা বাড়িয়েছে ভিড়
জীবন যাপন খুবই অস্থির
দুমড়িয়ে মুচড়িয়ে গিয়েছে বেঁকে
তবুও ভাঙেনি!
কোন সকালের দিকে চেয়ে
তাদের এই দিন গোনা ?
দু মুঠো ভাত সাথে এক টুকরো কাঁটা পোনা
মাথার উপর ছাদ , শাড়িতে বাহারি আল্পনা
এইটুকুও কি যায়না দেওয়া!
শ্রমের বিনিময়ে ?
যদিও আমাদের গর্বের শেষ নেই উন্নত জাতি বলে  
শুধু গিয়েছি ভুলে আদিমের প্রয়োজনীয়তা
যারা ছিল উন্নতির মূলে
এখন তারাই অভুক্ত যাযাবর পরিযায়ী।