যদি কেউ উত্তর না দেয়,  
আমি তাকে কতো বার
একই প্রশ্ন করতে পারি ?


কতবার সে বলতে পারে
আমার কোনও দায় নেই
আমি তো, ভালোর কথা ভেবেই
করেছিলাম আইন জারি।  


কিভাবে যে খারাপ হল ?
তবে যদি তুমি মুখ খোল!  
তাহলে, উত্তরের বদলে
যেটা পাবে  
তাতে কিন্তু তোমার বিপত্তি বাড়বে


বাড়বে জিজ্ঞাসা, বাড়বে কষ্ট
তার চেয়ে বরং তুমি
করে মুখ বন্ধ
চুপচাপ থাকতে তো পারো ?


আমাকেও এতো কঠিন হতে হয় না
জানো কি!
কম প্রশ্ন করলে!
অনেক মানুষ কম মরত ?  


তোমাকে কি হয়নি শেখানো?
প্রশ্ন করার অধিকার
কেবল আছে আমার এখনও!  
আর তোমার শুধুই উত্তর দেবার l
যত তাড়াতাড়ি পারবে বুঝতে
তোমারও  ভালো আমারও ভালো
শান্তিতে কে না থাকতে চায়,  বলো?


সবাই যখন মিডিয়াকে দিয়ে সেই ভার
হয়েছে নিশ্চিন্ত
এখন প্রশ্নও তার, উত্তরও তার
তুমিও থাকতে পারো তাদেরই মতো
কি প্রয়োজন আছে অকারণ ব্যস্ত হবার?