একটা কল , একটা ম্যাসেজের অপেক্ষায়
সারাদিন বসে থাকি।
উঠিয়ে ফোন,  বারবার দেখি।
হয়তো ব্যাস্ত আছো তুমি এখন
অথবা পাওনি সময়
কথা বলার।  তবুও
একটা ম্যাসেজ  অন্তত
করে দেওয়া যায় ।
“ঠিকঠাক পৌঁছে গিয়েছি”  ।
কবে আসবে,  সেটাও গেলেনা বলে ।
এবার আসলে পরে
তোমার পছন্দের রান্নাটা
ঠিক খাওয়াবো করে ।
অপেক্ষার সময় দীর্ঘ মনে হয়
জানি একাকী নয় সবসময়
তবুও লাগে ভয়।
ভুল হতে আর  ভুলে যেতে,
লাগে কতটুকু সময় ?
জানি বিশ্বাসে ঈশ্বর সহায় ।
তবুও মন মানে নাকি ?
এখনও  অনেক কথাই যে বাকি
বলা হয়নি
কতোটা তোমায় ভালোবাসি।