স্বাধীনতা আছে কোথায় ?
যদিও স্বাধীন হওয়ার ইচ্ছায়
ভাঙতে পারো! ভরা কলসি
মোড়ের মাথায়
কিন্তু জুড়তে পারো না!  
স্বাধীনতা আছে কোথায় ?
স্বাধীনতা আছে নির্বাচনে
ভুল সঠিক কে বা জানে ?
এভাবেই দিন চলে যায়।  
হিসেব হয় পড়ে।  
যখন অবসরে!  
ভাবনারা একে একে শূন্যে দোল খায়
একরাশ অবসাদ এসে বুকে চেপে বসে  
ফেলে আসা মুহূর্তগুলোর হিসেব জানতে চায়  
তারা সব মৃত্যুর স্বাধীনতা চেয়ে
দুহাত বাড়ায় বিধাতার কাছে।
পায় কি অবশেষে?
স্বাধীনতা কোথায় আছে ?
তবুও স্বাধীন হওয়ার বাসনা ছিল একদিন
ভেবেছিলাম! কোদাইকানাল যাবো যেদিন
পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেবো হ্রদের জলে
সে আর কাজের চাপে আজও হয়ে ওঠে নি!