স্বপ্নগুলো
ঢেউয়ের মত আসে
আছড়ে পড়ে পাড়ে
হয়ে যায় চুর্ন  বিচুর্ন
ছড়িয়ে চারপাশে
জন্ম দেয় আবারও
রক্তবীজের মতো অসংখ্য নতুন স্বপ্নের ।
আটকে রাখা যায় না তাকে
অসম্পূর্ণ বৃত্তেও ঘুরতে থাকে অবিরত
হতে হাত রেখে
বলে! এখনও  হয়নি বেলা
এখনও আছে গতিপথে
অসংখ্য নক্ষত্রের মেলা
এখনও হয়নি সমাপ্ত,
পথ চলা জীবনের
চাইলে তুমিও হতে পারো!  
সীমা নেই কোনও স্বপ্নের!
তবে বাস্তবতায় আছে ।
তাই কেউ, চায় না হতে বাস্তব
স্বপ্নগুলো সব
রাখতে চায় ধরে
ঘুমের ভেতরে , ঢেউয়ের ভেতরে  
ভাসমান কনার মতন অনন্ত শুন্যে
বানায় ঘর সুখের স্বচ্ছন্দের
বন্দি হয়ে এক অদৃশ্য জগতের
করে বসবাস
আর বলে! এই তো আছি বেশ
বাস্তবের কি দরকার?