নিয়ে একমুঠো স্বপ্ন
একটি শিশুর জন্ম  
শুধু তার মাকে  দেখবে  বলে ।
যে মায়ের কোলে
সে ছিল ঘুমিয়ে এতকাল
দেখতে তাকে
আরও কাছে থেকে , স্থূল রুপে ।
সুন্দর যা অনাবিল
না দেখে তাকে
ছিনিয়ে নিয়ে এক স্বপ্ন কৃত্তিম
উপহার দেয়  উপহাস ।
মা নয় সে
মায়াবিজ্ঞান  তার নাম
অসহজ করে স্বপ্নের টান
অন্য এক ঘোর পেয়ে বসে তাকে
দম্ভের প্রাসাদ গড়ে মায়েরই বুকে
সৃষ্টিকে করে তুচ্ছ , পন্য
শুধুই আত্মতৃপ্তি লাভের জন্য ?
আর ঘুরতে থাকে  অনন্তে
অনন্ত কাল ধরে
জীবন করে কঠিন
সহজ করতে চেয়ে ।
পারেনা  মানতে
যে আমিই শেষ কথা নয়।  
আরও আছে একজন
যে কেবল তার কথাই ভাবে।
বলে,  শুধু নাম করলেই হবে মুক্তি
মায়াবিজ্ঞান  নয় সে,  মা শক্তি  
সর্বরুপা সর্বব্যাপ্তা তিনি ।
না জেনে তাকে,  অন্য কি জানতে চায় সে ?
তাকে ছাড়াও কি অন্যকিছু  জানার আছে ?
ছিল কি উচিত তার একমুঠো  স্বপ্নের ঘোর ভাঙানো ?
যখন সেই  ঘোরের ভিতরেই  ফিরতে হবে তাকে  
ছিয়াশি লক্ষ যোনিতে , বারে বারে   ।