তেনারা রঙ নিয়েই  খেলা করেন  
তবে দাগ!  একদম পছন্দ করেন না
তেনারা সাদা কাপড় পড়েন  ।  


তেনারা করতে পারেন না ভালো ,কেবল ভালোবাসেন  
শহর জুড়ে ছাপিয়ে পোষ্টার
হাত জোর করে দাড়িয়ে, দাঁত বার করে হাসেন।  


তেনারাই বারে বারে করে পক্ষ বদল , করেন জনস্বার্থে আন্দোলন
সকল অসুবিধে, সমস্যার  আগাম সমাধান খোঁজেন আর বোঝেন
কখন থাকতে হবে চুপ , আর কখন বৃথা আস্ফালন  ।


বাঁধিয়ে  লড়াই তেনারাই আবার  করেন শান্ত
এমন ভাব দেখান,  যেন  জানেন না কিছু
হয়ে থাকেন সাধু তবে চোঁরপালনে সিদ্ধহস্ত।


তেনারাই চালান  দুনিয়া, তেনারাই চালান দেশ
তেনাদের কথা যতই বলি হবেনাতো শেষ।  
এবার যা বলছি তাতে করেন একটু মনোনিবেশ।  
সব অধিকার যাওয়ার আগে বিকল্প কিছু ভাবুন!  
নইলে কিন্তু কাঁদতে  হবে অনে...ক ।
ভবিষ্যৎ প্রজন্ম ছেড়ে কথা বলবে না
যেটুকু সম্মান আছে বেঁচে,  সেটুকুও থাকবে না
একবারের জন্যে হলেও , মরার আগে অন্তত জাগুন!