আসলে! তারা মুখেই বলে
এসব তাদের একদম পছন্দ নয় ।
অথচ সিনেমাহলে!
টিভি, মোবাইলে সর্বত্রই দৃশ্য হয়
হিংসাতেই হবে জয়
প্রতিশোধের আগুন নেভার আগেই
নিতে হবে প্রতিশোধ
কেউ যদি করে গতিরোধ
তাকেও  দিতে হবে ঠেলে শত্রুর দলে
বাইরে! কিন্তু আইন কথা বলে
আগুন বুকে চেপে রেখে হয় বিস্ফোট
মারা যায় বোকা ছেলে।  


আজকাল হওয়ায় প্রেমের রোগ
কারা ছড়িয়েছে যায়নি পাওয়া খোঁজ
শুধু জিনস প্যান্ট পড়ে
যখন খোলা বাজারে কেউ ঘোরে
কোনো একজন বললে কিছু
হয়ে যায় তারই  দোষ
স্বাধীনতা নেই দেশে!  
আদৌ কি বুঝবে শেষে ?


সাহসটা দিয়েছে তারাই ভালোবেসে
আর কেউ! সেই সুযোগে করেছে বিক্রি  
তাদের সংস্কৃতি হেসে হেসে
করেছে ব্যবহার কাজে ব্যাবসার।
যা গড়তে লেগেছে বছর  হাজার
এখন  তাসের ঘর! ভাঙা সংসার
তবুও! সেই সংস্কৃতিরই জয়গান ভেসে আসে
কারন!  এখনও সাবাই মুখটাই ভালোবাসে  
বোঝেনা! কাজটা  উল্টো হলে
ক্ষতি কিসে ?