প্রতিটি বিস্ফোরণের একটি কেন্দ্রবিন্দু থাকে
যেখানে ছোঁয়ালে  আগুন! তবেই ফাটে!
এক দমকায় হয়ে যায়  সবকিছু ওলটপালট
লাভার মত ছিটকে বেড়িয়ে আসে শক্তির স্রোত  
একটু একটু করে জমা হওয়া ক্ষোভ!
একটু একটু করে বাড়তে থাকা ক্রোধ!
একটু একটু করে বাড়তে থাকা লোভ!  
একত্রিত হয়ে,  
একটি বিন্দু থেকে ?  
একথা জানে অনেকে  
তবে তারা বিস্ফোরণ চায়না!  
চায়না যুদ্ধ হোক!
জানে! ক্ষতি হবে দেশের
তারা দেশ ভালোবাসে  
আগুনটা লাগায়!  অন্য লোক
সবসময়!
যারা ব্যবসায়ী কূটনীতিক
থাকে সুযোগ আর সময়ের অপেক্ষায়
শকুনের মত!  অপরের ক্ষতি থেকে লাভ করাই যাদের বাতিক  
তারা জানে! কাঁটা দিয়েই কাঁটা তোলা যায়
প্রতিযোগিতার বাজারে প্রতিযোগী যত কম হয়! ততোই মঙ্গল ।
তাতে একদিকে যেমন বাজারে বারে দখল
তেমন লাভের অঙ্কটাও! হয় ডবল।  
মানুষের আবেগ নিয়ে এই খেলাটা অনেক পুরাতন
আর যুদ্ধ ব্যবসা! সে তো তাদের আদি ধরন।