জনতার মঞ্চ থেকে নির্গত অগ্নিয় বাণ এসে
পুড়ে দিলো সৌরভিত, রঞ্জিত সমস্ত পদ
পদদলিত হতে লাগলো স্বপ্নাদেশ ভিনদেশীর
সেথায় দাঁড়িয়ে ভ্রষ্ট পথ;
রুখে দিলো পথ বিদ্রোহী বাঙ্গালী বীর।


একটি শব্দের, একটি নামের সুখ
একত্রিত হলো জল,পনিতে
চন্ডালের বুকে ব্রহ্মণ লুকালো মুখ
বঙ্গবন্ধুর বাণীতে।


পশ্চাতে ফেলে জীবনের গান
কোমল হস্তে অমোঘ বাণ;
রক্তে রক্তে রঞ্জিত ভুপাল
বহমিত সাগরের তান।


বিদ্রোহ! বিদ্রোহী জনতা তুলিলো ঢেউ
গঙ্গা, পদ্মা, যমুনার বুকে,
ঝড়ে গেলো পুড়ে গেলো ফুল
ঝলসিত বারুদের মখে


ওড়া কেড়ে নিলো লক্ষ লক্ষ তাঁজা প্রাণ,
আমরা বাঙ্গালি না পারার গল্প নয়,
ফুল গেছে ঝড়ে; রাত শেষে!
আধমরা ডালে বসেছে পাখি নিজ স্বাধীনতায়।
-------------------------------------(বিশ্বনাথ রায় বিজয়)