(১)
কৃষ্ণচুড়া বনে আগুন, মনে আগুন ;
চাঁদ হাসে আকাশে আমি চেয়ে থাকি ,
বলেঃ এসো কাছে ছুঁয়ে যাও
দুষ্টু হাতে ; আমি ভালোবাসা —
দেবো উজাড় করে।


(২)
তোমার কালোচুলের বৈশাখে
আমি জমাট মেঘ
ক্ষন পরে খুলিব আবেগ
তোমার শাখে শাখে,
সঙ্গম সুখে ভাসাবো পৃথীবি
উল্কা সমো বেগ।
বৃষ্টি বাহুতে দৃষ্টি সীমান্তে
আল্পনা এঁকে এঁকে।


(৩)
মেঘলা আকাশ
বাতাস নাচে নদীর বুকে ঢেউ দোলে।
তোমার চুলে মেঘের ভাঁজে চাঁদ ওঠে,
আমি দুলি
ঢেউ তুলি তোমার বুকে মন খুলে।


(৪)
ভোরে দেখা কৃষ্ণচুড়া তোমায় দিলাম
তুমি যত্ন করে আমায় ভেবে
খোঁপায় পরে নিও !
ফিরলে বাড়ি তখন আমায়
একটি চুমু দিও !
বিভোর হয়ে দেখবো তোমায়
গানের সুরে তখন তুমি
মন মাতিয়ে দিও !
আদর দেবো সোহাগ দেবো
বুকটা ভরে নিও !


(৫)
বৃষ্টি ভেঁজা এই দিনে
ভালোবাসার সই বিনে
ভালো থাকা যায়!? মনে !


(৬)
শালিক ভেঁজে গাছের ডালে
মনটা ভেঁজে তালে
ণূপুর— বাজে বৃষ্টি ঝরে
আমার মনের ঘরে !


(৭)
তোমার পায়ে ণূপুর—
বৃষ্টি ভরা দুপুর
আমার চোখে ঘুম
তুমি দিলে চুম !


(৮)
তুমি আমার নীলটিয়া
পাখনা মেলো সুখ দিয়া
এই বুকে আকাশ হাসে
ভালোবাসো ছোঁ-দিয়া !


(৯)
নীলাকাশের তারা নও, নও
তুমি চাঁদ  ;
এই বুকের ঘাসের নীল —
প্রজাপতি তুমি
মনের আকাশে সত্য —
ফোটা চাঁদ !


(১০)
টুপটাপ শিউলি ঝরে
শিশির স্নানে,
নিশীথ রাতে তোমার
হাসির গল্প বোনে !


(১১)
এমন মিস্টি সকাল দিলাম
তোমায় উপহার ;
পারলে দিও ভালোবাসা,
এতোটুকু করো উপকার !


(১২)
তোমার জন্য মনটা আমার ভারী
কেনো কাছে নেই !?
আবার ভাবি
নিজে'ই তো আমি নেই !
........................................
২৮/০৬/১৪ইং