১)
গোলাপের পাঁপড়িতে বাতাস ছুঁয়ে যাওয়া
যেন ঠিক তোমার দুটি ঠোঁট
আমার ঠোঁটের কাছে পাওয়া ।

২)
তোমার হাসি — নূপুরের রুন্ ঝুন্  ;
শ্যামের বাঁশী, আমার বুকে
শ্রাবণ দিন করে গুন্ গুন্ ।

৩)
চুমো দিতে গিয়ে তোমার গালে
দিয়ে দেই চুমো শিমুলের ডালে।
লাজে রাঙ্গা হয় তোমার গাল
রাঙ্গা হয়ে ওঠে শিমুলের ডাল।

৪)
একটি গোলাপ হোক সে কালো
তবু ভালো ;
গোলাপ সে তো গোলাপ সখী
মনে জ্বালে আলো।

৫)
তোমার খোঁপায় গন্ধ ছড়ায়
বেলি ফুলের মালা
আমার বুকে প্রেমের ঢেউ
গভীর সুখের জ্বালা।

৬)
আমি সুন্দর খুঁজি সুন্দর পুজি
সুন্দর পথে চলতে-চলতে চলতে-চলতে
দুঃখ দেখেও বলে উঠি ওয়াও !
এ....কি....সুন্দর! আমি ভালোবাসি।

৭)
নীল কামিজের বুকে সাদা ওড়নার কুয়াশা
তুমি নুঁয়ে স্যান্ডেল ছুঁতেই সরে গেলো ;
থাকোনা কিছুক্ষণ আমার দৃষ্টির সীমনায়
যে ভাবে নুঁয়ে ছিলে ছুঁয়ে ছিলে.....।

৮)
মুগ্ধ ; কপালে তোমার নীলটিপ
যেন আকাশটা'ই তোমার কপালে
চুমো দিয়ে আছে।  আমি —
ঈর্ষায় ঠোঁট নেড়ে যাই টিপ-টিপ।

৯)
তোমার ঠোঁটে একফোঁটা জল মুক্ত-কনা
আমার ঠোঁট দুটো বাড়ালাম,
অমনি টুপ — ঝরে পড়লো তোমার উজ্জ্বল বুকে
সেখানে পৌঁছুতে চাইলো আমার ঠোঁট
জল-ফোঁটা অমনি ঐ বুক দ্রুত শুষে নিলো
হায় ! অভাগা আমার দুটি ঠোঁট !
.........................................
০৫/০৭/১৪ইং