ঘড়ির কাটা বন্ধ হয়েছিল সেইক্ষনে ,
        কিন্তু ১২টা বেজেছিলো কালের নিয়মে ।
মানবী নয় দেবীরূপে করেছিলে আগমন
         যা একদমই বুঝতে পারেনি বাবন ।


অতি সাধারণ একটি ছেলে বাবন ,
        পুণ্যবলে পেয়েছিল এক দেবীর স্মরণ ।
বিশুদ্ধতায় ভরা ছিলো তাঁর প্রাণ ,
         যাকে স্পর্শ করতে পারেনি কোনো দূষণ ।


কাঁটাভরা অগোছালো বাবনের বাগানখানি ,
        এক পলকেই গুছিয়েছেন স্বয়ং দেবী ।
তাঁর যোগ্য সম্মানটুকু দিতে পারেনি ,
          স্বস্থানে চলে গেছেন সেই দেবী ।



নিজের ভুলটা ধরতে দেরি করে ফেলেছে ,
          তাই গৃহবন্দী হয়ে মুখ লুকায় লজ্জাতে ।
কারো চোখে অকৃতজ্ঞ সে তাঁরই অজ্ঞাতসারে ,
        অনুশোচনাতে ভুগছে এক দশক ধরে ।


কালচক্র কি করাবেন আবারও দেখা ?
        চাতকের মতো বাবন করছে অপেক্ষা ।
অন্তত একবার সেই দেবীর চরণে ,
         পুষ্পাঞ্জলি দিতে চায় শুদ্ধমনে ।