গ্রীষ্মের প্রখর তাপের প্রবাহে ,
         আশার প্রাণ এখন ওষ্ঠাগত ।
বৃষ্টিতে ভিজবো আকাঙ্খাতে ,
         অপেক্ষা করছি চাতকের মতো ।


অতিক্রান্ত বসন্তকালকে ,
         খুব মনে পড়ে প্রতিক্ষণে ।
রং-বেরঙের ফুলের সৌরভে ,
         রঙিন লাগতো এই পৃথিবীকে ।
কী তাৎপর্য একফোঁটা বৃষ্টির !
         না , তখনও সত্যি বুঝিনি ।
অনেকদিন হলো ভাই , দেখা কর ,
         বলার প্রয়োজনও পড়েনি ।


এক ভারী নিম্নচাপ নিশ্চয়ই ,
         তৈরি হচ্ছে আমাদের বঙ্গে ।
সতর্ক থেকে তৈরি হও সবাই ,
         বড় এক ঝড় আসতে চলেছে ।
উড়ে যেওনা সেই ঝরেতে ,
         তুমি থেকো মাটি আকড়ে ।
ফুটিফাটা মাঠ শান্ত হবে ,
         বর্ষায় বৃষ্টির জলের ছোঁয়াতে ।


আগত সেই প্রথম বৃষ্টিতে ,
         ভিজবো আমরা সবাই একসাথে ।
মনকে আবারও রঙিন করে ,
         মজা করবো শারদীয়াতে ।