গোধূলিকালে এসেছিলো এক কোকিলকণ্ঠী দেবী ,
আলোর বিরহে স্তব্ধ যখন সম্পূর্ণ পৃথিবী ।
আধার যত বেশি ঘনিয়েছিলো এ বিশ্ব মাঝারে ,
ততই সুমধুর কণ্ঠে গান গেয়েছিল সে ।
মাঝরাতের সেই সুর আর গানের কথা ,
দূর করেছিলো ভাঙা হৃদয়ের সকল ব্যাথা ।


তুমি কি মহাকালের প্রসাদ , এক সুমনা কন্যা ?
ভোরের আলো ফুটতেই কেনো হয়ে গেলে আবছা ?
নতুন সকালে সূর্যোদয় হয়েছে এক প্রহর আগে ,
শিহরণ জাগাচ্ছে এখনো সেই কথা আর সুরে।
আধারের শেষে যদি নাই আসো সম্মুখে ,
তবে কেনো তোমার সুর-কথা দিলে হৃদয়ে গেঁথে ?