মোড়ের মাথায় দাঁড়িয়ে যে বটগাছ
বয়স বড় জোর বছর সাত-আট
সইতে দেখেছি কত ঝড় -জল-ধুপ
এখন সে নিয়েছে মহীরুহের রূপ |


ছোট্ট সেই চারাগাছ ঠেস দিয়ে লাঠি
শাখা মেলেছে কত আকঁড়ে ধরে মাটি
ডালগুলোতে জুটেছে আজ যত রাজ্যের পাখি
মন বলে খুউব ...ওদের সাথেই থাকি |


হরেক রকম পাখির হরেক রকম সুখ
কিচির মিচির শব্দে ,ভ'রে গাছের বুক
এর নিচে এক চায়ের দোকান ছোট
চা খেতে রোজ লোক জুটে যায় কত |


একটা চড়াই ফুড়ুত ফুড়ুত লাফায়
ডাল থেকে ডাল এমনি এমনি ঝাঁপায়
দুলছে হাওয়ায় বটগাছটার শাখা
কোন শিল্পীর তুলির টানে আঁকা |


ভাবি নিরুত্তাপ বট গাছটার কথা
জীবনে ওর নেই কি তেমন ব্যথা
কোন কিছুতেই নেই কোন হেল দোল
সবার জন্য উদার খোলা কোল |


কেউ নেয়নি কখনও ওর খোঁজ
যারা এসে বিশ্রাম নেয় রোজ
দেয়া নেয়ার হিসেব মেলানো ভার
সবার জন্য তার অবারিত দ্বার |


এমন হওয়া মানুষের নেই ধাতে
দেয়া থাকলে নেয়াও থাকবে সাথে
কিন্তু যদি এমন হত সবে
সত্যি বলো কেমন হত তবে |