বাঁশুয়াখামার ছিটমহল আজ হল স্বাধীন
ধরলা নদীও নাচছে তাই তাধিন ধিন
আতসবাজির রঙের খেলায় মাতলো জোর
অন্ধকার কাটেনি তখনো হয়নি ভোর |


অবহেলাই জুটেছে শুধু জীবনভোর
স্বাধীন হয়েও তাইতো এখনো কাটেনি ঘোর
টানাপোড়েনের মাঝেই চলেছে রাত্রিদিন
দিনে দিনে আশাও হয়েছে বড্ড ক্ষীন |


উন্নয়নের আভাসের তারা পায়নি খোঁজ
অন্য গ্রহের জীব হিসাবেই থেকেছে রোজ
তাদের যেন নেই কোন আর দুঃখ-সুখ
রাজা-রাজড়াও দুর দিয়ে গেছে দেখেনি মুখ |


ছিটিয়ে তো বহু সীমানায় আছে ছিটমহল
মূল ভূখন্ডে অবাঞ্জিত এ প্রানের দল
অধিকারহীন মন ও জীবন দিশা বিহীন
বন্ধু হাতের পায়নি নাগাল কেউ কোনদিন |


দাশিয়ারছড়ার ভেতরেই ছিল চন্দ্রখানা
একে অপরের দুঃখ তাদের সবই জানা
তারাও গেছে স্বাধীন হয়ে যে যার ঘর
নিজের দেশ আপন করেছে এতদিন পর |


এদিকে মনেও রয়েছে কত যে ছিটমহল
মনের মাঝেতে পরাধীন মন দিচ্ছে টহল
ইচ্ছে করে সমান্তরাল মনের সাথে মন মিশুক
ছিটমহলা আর সব মন যে যার প্রান্তে ভাল থাকুক |