মনে রেখো আমি কিন্তু ফিনিক্স পাখি
অগুনতিবার ধ্বংস থেকে বাঁচতে শিখি |
আগুন ঠোঁটে আগুন ডানায় আমার চলা
পুড়তে পুড়তে হচ্ছে খাঁটি আমার বলা |


কঠিনকে তুচ্ছ করাই আমার ধাতে
সন্ধি শুধুই দুরন্ত দুরাশার সাথে |
ক্লান্তিহীন পথ চলাকে সঙ্গে করে
অবলীলায় ঢুকে পড়ি ঘূর্ণি ঝড়ে |


পিছনের ভাবনা যদি আমায় টানে
এক লহমায় ভাসিয়ে দি তা হড়পা বানে |
বন্দি নয় সে বন্দি এ মন দুঃখ শোকে
তবুও জল ধরেই রাখি আগুন চোখে |


জীবন্ত পুড়ে ছাই হয়ে যাই নিজেই আমি
মিলিয়ে দিই এক পৃথিবী দুঃখ-গ্লানি |
ভস্ম থেকে পুনর্জন্ম দিন প্রতিদিন
এই আকালেও তোমায় দিচ্ছি আমার সুদিন |