হাজার তারার ভিড়ে বাবা খুঁজছি তোমায়
ভেজা চোখে অন্ধকারে দূর নীলিমায়
তোমার মেয়ে ডাকছে তোমায় দেখবে বলে
দাও না বাবা দেখা আমায় ঈশান কোলে |


তারার মাঝে একটি তারা অন্যরকম
হাতছানি দেয় মিষ্টি করে তোমার মতন
মন আজও চায় আশীর্বাদী হাতটা তোমার
আলতো করে রাখবে তুমি মাথায় আমার |


সেইতো সেদিন ভোলা কঠিন আমার কাছে
নিথর দেহ শুয়ে আছ মায়ের পাশে
অনেক ডেকেও কেঁদে-কেটেও পাইনি সাড়া
কেন যে ছিল সেদিন তোমার যাবার তাড়া !


বিকেলবেলা 'বৈতরণী' রথে চেপে
চললে তুমি অজানা কোন তারার দেশে
সঙ্গী শুধুই সুগন্ধী ধূপ ফুলের মালা
রেখে গেলে দুঃখ-কষ্ট ব্যথার জ্বালা  |


আজ যেখানে আছো বাবা ভালো থেকো
আমরা যারা আছি তাদের ভালো রেখো
রোজ রাতে ঐ তারার মাঝে খুঁজবো আমি
অগুনতি হোক তবুও তোমায় পাবো জানি |



আজ ২রা সেপ্টেম্বর ৷এই দিন আমার বাবা চিরতরে চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে I কয়েক বছর কেটে গেছে I কিন্তু বাবার কথা মনে এলেই চোখের জল ধরে রাখতে পারিনা ৷আর এই দিন আমার কি যে মানসিক অবস্থা হয় তা বোঝাতে পারব না ৷প্রতি বছর এই দিন বাবার জন্য নিজের হাতে ভোরবেলা টগর ফুলের মালা গাঁথি I এবার বাবার জন্য একটা কবিতাও লিখলাম ৷ জানি ভীষণই সাদামাটা হল Iকিন্ত এটা আমার অন্তরের প্রকাশ।কাব্য আসছে না...  চোখ ঝাপসা হয়ে আসছে ...