নতুন করে শরীর জুড়ে লাগলো ছোঁয়া
শিউলি ফুলের গন্ধ মাখা হিমেল হাওয়া
সোনা বরণ নিটোল গড়ণ সেই ষোড়শী
বাসন্তি রঙ ওড়না ওড়ে নাম আরুশি ৷


বুকের ভেতর ঢেউ উঠেছে রক্ত গরম
বেখেয়ালি ত্যাগ করেছে লজ্জা-সরম
চঞ্চলা মন ছুটছে যেন বল্গা হরিণ
জড়িয়ে বুকে স্বপ্ন আকাশ অন্তবিহীন ৷


লক্ষ্য কঠিন সুদূর পারের ওই কিনারা
আত্মস্বরূপ অপেক্ষমান সে বানজারা
উছলে ওঠে সাগর-নদী , বনানী-বন
সমর্পণে মুক্তি খোঁজে শরীর ও মন ।


মন উচাটন কি শিহরণ ভাবনা আনে
আসল কথা আমি আর সে মেয়েই জানে
অমৃত ঘট চাটের সাথে তেতুল গোলা
আমার প্রমেথিয়াস মোড়ের ফুচকাওলা ৷