হাতের মুঠোয় পেয়েছি এক অভিনব আয়রন
করছি প্রচার তাইতো যাতে জানেন সর্বজন
দুমড়ে আর কুঁচকে যত আছে মানুষের মন
এক নিমেষে সমান হবে দরাজ -অকৃপণ ৷


আলতো টেনে খুলতে হবে জং ধরা এই মন
আল্ট্রা মেশিন ফেলবে ধুয়ে নোংরা আবরণ
দ্বেষমুক্ত করবে একে সকালবেলার রোদ
শুভ্রতারই চমক দেবে স্ব-লালিত বোধ ৷


শুকনো মনে হালকা ভেজা হৃদয় আবরণ
আয়রণটাকে নলেন মোডে কবোষ্ণ গরম
বিবেক-চাপে সমান হবে মূল্যবোধের ভাঁজ
অনুভূতি সব বদ্ধ মনের আগল খুলবে আজ ৷


সমান মনে এবার শুরু সমান করার কাজ
উদার মনের মালিক হবেই এবার এ সমাজ
লাভ-ক্ষতির হিসেব না হয় পরের জন্য থাক
বন্ধ হবে এমন সুযোগ ছাড়িয়ে গেলে বাঁক ৷


'সহিষ্ণুতা' করবে পুঁজি বাঁধনছাড়া মন
উঁচু-নিচু ছাড়াই হবে সব্বার জীবন
দেয়াল ভাঙার শব্দ কিন্তু সবার বুকেই বাজে
মন মসৃণ যন্ত্র আজ ভীষণ ব্যস্ত কাজে ৷