বসন্ত মানে পলাশে রাঙানো পথ
কোকিলের ডাকে ঘুম থেকে জেগে ওঠা
বসন্ত মানে বোল থেকে গুটি আম
অজানা পাখিতে  ভরে ওঠে চিলেকোঠা ৷


বসন্ত মানে আবির মাখানো জল
ছোট ছোট হাত ছাপ রাখে সারা বাড়ি
বসন্ত মানে চুপিসারে গালে রঙ
ষোড়শীর গায়ে জড়ানো হলুদ শাড়ি ৷


বসন্ত মানে হালকা সবুজ রঙ
গাছেদের আজ নতুনের সাথে চলা
বসন্ত মানে এলোমেলো হাঁটা পথ
হাতে হাত রেখে ফিসফিস কথা বলা  ৷


বসন্ত মানে ভাল বাসাবাসি হোক
ঝরাপাতা আজ উঠোন জুড়েই থাক
বসন্ত মানে পড়ার নিয়মে ফাঁকি
চোখ খুঁজে ফেরে নতুন পথের বাঁক ৷


সবার মনে  রাগ বসন্ত বাজুক
কোকিলের ডাক বারো মাস শোনা যাক
ফাগুন ফাগ তোমার আমার মনে
ঝরাপাতা নয় উঠোন জুড়েই থাক ৷