করোনা ভাইরাস,
ঘরে বসে আছি এই চার মাস।
কাজ কাম নেই তাই খাবো কি?
এভাবে আর দিন কাল চলে কি?
শ্রমিক ছাটায় চলে চারিদিক,
বন্ধ প্রতিষ্ঠান একাধিক।  
বাজার ঘাটের দিকে তাকালে,
মরণ ঘনাবে যেন অকালে।
"আয় কম ব্যায় বেশি" সময়ে,
নেতারা আছে যেনো ঘুমায়ে।
প্রভাব পড়েছে মন-সীমানায়,
তাই ছন্দেরও মিল নেই কবিতায়।