বলতে পারো কে দিয়েছে,
আকাশ ভরা আলো?
দিনের শেষে কে এনে দেয়,
রাত্রি ঘন কালো?
বলতে পারো ঐ আকাশে,
রংধনু কে আঁকে?
কার ইশারায় বহতা নদী,
চলছে এঁকে বেকে?
কার হুকুমে দেখছো তুমি,
সূর্য্যি মামার হাসি?
রাত্রি হলে মন জুড়ানো,
স্নিগ্ধ আলোর রাশি?
কার হুকুমে এই পৃথিবী,
শুন্যে আছে ভেসে?
জানতে কি চাও কোন কারিগর,
আছে এসবের পিছে?
বুঝতে কি পাও কার নামেতে,
পাখিরা গাহে গান?
সে যে আমার মহান প্রভু,
আল্লাহ মেহেরবান!!!