ঠন ঠনা ঠন শীতের বাতাস,
দূর সুদুরে মেঘলা আকাশ।
মেঘ ফুড়িয়ে সূর্য্যি মামার দেখা নাহি পাই।
তাইতো আমি রোদ পোহাতে মাঠ পানেতে যাই।
মাঠটি ভোরে শিশির মেলা,
মিষ্টি রোদের আলতো ছোয়া,
শিশির-রোদের এই খেলাতে মন হারিয়ে যায়।
তাইতো আমি শীতের ছড়া সুরের তালে গাই।
শীতের দিনে পিঠাপুলি,
রসের খীর আর ধুপসী কুলি,
গুড়ে ভেজা গরম মোয়া মন দুলিয়ে যায়।
শীতের দিনে পিঠাপুলির কোনো জুড়ি নাই।