বৈসু, সাংগ্রাই নাম রেখেছে
ত্রিপুরা, মারমারা,
বিজু বলে অভিহিত করলো
আদিবাসী চাকমারা।


বৈসাবি বাংলার বৈশাখ
আদিবাসীরা নাম ধরেছে ভিন্ন,
বৈসাবি বাংলার নববর্ষ
হয়েছে সে জন্য।


বৈসাবি বাংলার স্বপ্ন
বাঙালির মুখের হাসি,
বৈসাবি বাংলার বিশ্রুতি
তাইতো ভালোবাসি।


বৈসাবি বাংলার শিশুর আনন্দ
কিশোর-কিশোরির খেলা,
বৈসাবি বাংলার তরুণ-তরুণীর
প্রেম বিকাশের মেলা।


বৈসাবি বাংলার নতুন হালখাতা
মিষ্টি-দই খাওয়ার দিন,
বৈসাবি বাংলার ব্যবসায়ীদের
আনন্দ উল্লাসের দিন


বৈসাবি বাংলার পল্লি অঞ্চলে
নতুন ধানের খৈ,
বৈসাবি বাংলার পিঠাপুলির
ধুম পড়েছে ওই।


বৈসাবিতে  সকল জাতি
একত্রিত হয়েছে দাস,
বৈসাবিতে এক সাজে
করছে সবাই বাস।