আমি স্বাধীনতা দেখিনি
দেখেছি উদযাপন,
আমি স্বাধীনতা দেখিনি
শুনেছি বিবরণ।


যে মাতামহী চাঁদের জোছনায়
লজ্জায় মুখ ঢাকে।
যে জননী, প্রতিবেশী পুরুষের ছায়ায়
ঘুমটা টেনে রাখে।
যে বোনের কমল চরণে
সবুজ ঘাস দোলে,
শিশির মুখ দেখে।
রক্ষা পায়নি কেউ
কেড়েছে ইজ্জত,
করেছে কুকুরের মতো ঘেউ ঘেউ।


আমি স্বাধীনতা দেখিনি
দেখেছি উদযাপন,
আমি স্বাধীনতা দেখিনি
শুনেছি বিবরণ।


অত্যাচারে ঘুমটা খুলে
সোনার রাখি ছুড়ে ফেলে,
রুখে দাঁড়ায় আমার বোন
গর্জে উঠে দামাল ছেলে।


-রক্তে রঞ্জিত মাতৃভূমি
কৃষকের ফসলি মাঠখানি;
পাঠশালার ছাত্র-শিক্ষক
স্বাধীনতার জন্য উন্মাদ-
রক্তের সমুদ্রে ভাসে
লাল-সবুজ প্রতীক;
ওখানেই স্বাধীনতা হাসে
ওখানেই মায়ের সুখ।