আমার গোলাপ উদ্যানে
ফুল ফুটতে দেখিনি
আমার প্রিয়তমা তুমি,
যার প্রেমালাপ শুনিনি।


আজ বৈশাখ-
আজ ঝড়ো হাওয়ায়,
আমার গোলাপে এসেছো
প্রেমের দোলনায় দুলেছো।


যে গোলাপ বৃক্ষের পাতালে
গোলাপি গোলাপের আশায়,
নিজেকে দিনের পর দিন
মিছেই রেখেছি বন্দীশালায়।


আজ সে গোলাপ অচিরেই
তোমার প্রথম কন্ঠস্বর শুনে
গোলাপের অস্পষ্ট কলি হয়ে;
তোমার ওষ্ঠাকৃতি দেখালো
-প্রেমের সুগন্ধি ছড়ালো।


দেখেই বুঝেছি, বলেছি
এ তো গোলাপ নয়; গোলাপ নয়
তোমার জোড়া ঠোঁট বটে,
প্রেম আহ্বান এভাবেই হয়
প্রথম ফুলও এভাবেই ফুটে।