ভ্রান্ত আজ আমার সকল ধারনা,
        কতোগুলো ডায়রী ছিঁড়ে গেলো!!
সাদা পাতা হয়ে রয়ে গেলো সব।
উন্মুক্ত পদবী মোর বাহু ধরে টানিলো!
            কতো সে রজনী আজ;
        আমার কথায় হাসিলো।
      বাঁধানো আজ স্বপ্নের ডালি,
         এক ঝড়ে-তে উড়িয়ে দিলো।
ভাবিনি আমি, এমনি করে;
মিলিয়ে দেবে সব অতীত।
            রাখিতে চায় না!
          তারা ছায়া টুকু।
    আমার রজনী আজ,
    আমার পাশেতো নেই।
কতো সে বেদনা আজ কাটছে আমারে।
রোজ ঝরবে বৃষ্টি আমার বালিশে।
       ঝড়ের হাওয়া আজ উন্মুক্ত পৃথিবীতে,
            উদ্দ্যাম হয়ে বইছিল।
                    তাই না?
        জানবে কী করে তুমি!
    ঝড়েতে আজ উড়েছে আমার সব।
      সবাই বলে এতো ঝড় নয়,
নয়তো মোদের চতুরতা।
এ যে তোমার ভালোর জন্যে,
আমাদের বুক ভরা ভালোবাসা।
রুক্ষ হৃদয়ে আজ বন্যার ছাপ।
         মরুভূমি হয়ে যাবো
        আমি সাহারার মতো;
     বেদনাতে ভরিয়ে নেবো,
             জীবন ওগো।।
            (কালোকালি)