গনতন্ত্রে মোড়া রয়েছে আমাদের রাজপ্রাসাদ
তার মধ্যে ভিক্ষুকের কত যে আঁচার!
কাঁচা লঙ্কায় ভালো করে মাখানো।
তাই খেতে লাগে বেশ তাদের ওগো;


কৃষকেরা রোজ কষ্ট করে,
মাথার ঘাম পায়ে ফেলে
অবশেষে দুটো ফসল তোলে
তবু কীনা ঐ রাজপ্রাসাদে;


রাজপ্রাসাদ আজ ভরে গেছে,
কৃষকের দেহের ঘর্ম নিঃসরনে
রাজপ্রাসাদ দেখতে সুন্দর হলেও
সবাই বলে রাজা সুন্দর।


ভিনদেশীরা ভাবে কতকী?
রাজার কথা নিয়ে,
প্রাসাদের চোখে দেখলে
গোবর গাদায় পদ্ম।


রাজ প্রাসাদের মধ্যে লুকিয়ে
রাজার গনতন্ত্র,
আমরা যদি বুঝতাম ঐ
রাজার কর্মকান্ড।।