ওগো সুন্দরী রমনী,
অমৃত তোমার করিবো পান, বক্ষে ওষ্ঠ ঠেকাইয়া
মধুবনে যতো পুলকিত জামিনী সহিবো চোখ বুজে।
নিতম্ব শুধু দেখিবো চেয়ে, চক্ষু লজ্বা ভুলে
পলাশ বনের মধ্যে মধ্যে কাঁটা গোলাপের ডগায় বসে
বতাসে পরাগ ছড়াবো তবুয়ো, দুর থেকে ঐ দূরে
রাতের মধু,
রাত্রে পান কোরবো যজ্ঞে বসে।
নিতম্বে আমি রাখিয়া হাত করিবো বিশ্ব ভ্রমন।
বক্ষ যুগলের মধ্যে হৃদয় রখিয়া করিতেছো আমায় ছলনা!
দুর্বার ফুলে সুগন্ধী ঢেলে,
করিছো প্রদান গোলাপ বলে
যে গোলাপে কাঁটা থাকে হায়,
সে গোলাপ কী সর্বত্র পাওয়া যায়?