আজকের আধুনিকতা ছেঁড়া জিন্স,
হৃদয়ে পাথর জমা ভীষণ ব্যথা ।
তবুও মুখেতে হাসির অপার ঝলক ।
ক্লান্ত শরীর শুধু চায় বিশ্রাম
অবোধ্য ভালোবাসা জড়িয়ে ধরে
ক্লান্তি মাখা অনিদ্র চোখের পলক ।
বিছানায় শুয়ে থাকা, প্রেয়সীর হাতছানি
কাটিয়ে ফেলে অনিদ্র চোখের ক্লান্তির গ্ল্যানি ।
তার মায়াবী দৃষ্টিতে ,
অন্ধকারে আচ্ছন্ন ভয় কাতুরে
নিশিকে খুব আপন মনে হয় ।
আমার পিপাসু আঁখি দুটি ,
তাকে ঠিক গিলে, নেওয়ার ফন্দি করে ।
বন্ বন্ করে ঘুরে চলা
পাখার শীতল হাওয়ায় শীতলাবেশে পরিণত হয়েছে,
বিছানার অপর প্রান্তে ।
প্রেয়সীর সাথে মত্ত আমি , টের পায়নি তখনও ।
অবধারিত সময় পরে মিট-মিট করে ,
চোখের জ্যোতি কমতে থাকলো যখন প্রেয়সীর !
আমার তখন ক্ল্যান্তঃ আঁখি , ঘুমের দেশে দেয় সে পাড়ি ॥