বদ্ধ কুটিরে বসে বসে ভাবি,
অন্ধ করেছ তুমি আমায় প্রিয়া ।
পাবো কি দেখা এমন কারুর!
যাকে দেখে আবার চাঁদ ভাবিব।


এমন ভাষায় গান লিখিব,
যাই দেখে পুরাতন ফিরিয়া কাঁদিব।
এমন রঙ্গে ঘর আঁকিবো,
যাতে ভরসার সঙ্গী হবো।


পদ্ম পাতা না ভাবিয়া,
পদ্মের শিকড় আমায় ভাবিব।
নতুন স্বপ্ন এমন জাগাবো,
পদ্ম কুঁড়ি আবার ফুটাইবো।


এমন আশা মনে জাগবে,
জোনাকি নিয়ে আমায় খুঁজবে;
সঙ্গী তোমার সঙ্গিন পথে,
সমিতি হবে তোমা আমা।