বাঃ বাঃ কী দারুণ স্মৃতি তোমার !
যেদিন তোমার আকাশ পরিষ্কার ছিল
সেদিন আমায় মনে পড়লো না ।
আজ তোমার মেঘলা আকাশ ,
তাই কী তোমার স্মৃতি প্রখর হলো ?


বাঃ বাঃ কী দারুণ কথা তোমার !
সেদিন তোমার মনে হয়নি আমার কথা ।
যেদিন তোমার সঙ্গে কথা বলার জন্যে
আমি পাগল ছিলাম ,
আজ কথা বলার জন্যে তুমি পাগল কেন ?


বাঃ বাঃ কী দারুণ নেত্রপাত তোমার !
যেদিন আমি তোমার এক পলক তাকানোর আশায়
ঘণ্টার পর ঘন্টা রাস্তার মোড়ে অপেক্ষায় থাকতাম ।
সেদিন তুমি একবারের জন্যে-ও-তো ফিরে তাকাওনি।
তাহলে আজ কেন আমার তাকানোর অপেক্ষায় আছো ?


বাঃ বাঃ কী দারুণ উপলব্ধি তোমার !
আমি যেদিন তোমার আশায় দিন গুনতাম
তোমার কথা ভেবে ভেবে দিন কাটাতাম
সেদিনতো তুমি আমার কথা ভাবলেনা ।
তাহলে তুমি আজ কেন ভাবছো আমায় নিয়ে ?


বাঃ আমার ভাগ্যের কী অপরূপ পরিহাস ! !
সেদিনের হৃদয়ের সমস্ত ব্যাথা গুলো ,
মনের সমস্ত আশা গুলো কে অন্ধকারে
ভুলিয়ে দিয়ে ছিলাম প্রায় ।
আজ কেন তুমি পুনরায় আমার জোনাকীর আলোতে দাবানল লাগালে ?


বাঃ ! বাঃ ! বাঃ !
আজ আমার নিজেকেই পরিহাসের পাত্র মনে হচেছ ।
যার জন্যে আমার হৃদয় একসময় চোখের জল ফেলতো
যাকে পাওয়ার আশায় আমার মন আশাবাদী ছিলো ।
আজ কিনা তাকে দেখেই আমি মনে মনে আনন্দ পাচ্ছি ?