আমি আজও সেই লালচে পড়ে যাওয়া
সাদা পাতার মাঝে কালোকালিতে
হিজিবিজি করে আঁককাটা বেনাম হয়ে থেকে গেলাম।
ছিঁড়ে যাওয়া নব্বই-এর দশকের ডায়রির এক কোনে ।
কতো কাশ ফুল যে ফুটে ঝরে গেলো ,
আমার না জানা শরৎ-এর প্রাতে ।
জীবনের কালবৈশাখীতে যে কতো উড়েছি
জীবনের প্রতিক্ষনে যে নিজেকে কতো পরিবর্তন করেছি।
ডায়রির পাতায় লেখা প্রথম বসন্তের অনুভূতি ,
আমার ডায়রির পাতায় লেখা,
কোনো বসন্তের সঙ্গে মিল খায় না ।