শুধু একটা জিনিস,
ফিরে পেতে চেয়েছিলাম পুরানো কে নতুন করে।
সে আর পাওয়া হোলো না কোনোদিন।
আজ জীবনের শেষ তবুও ভরসা
হয়তো ফিরে পাবো কোনো একদিন।
আসলে তেমন কিছু না, সে বিষের মতো
নেশা হয়ে হুল ফুটিয়ে ছিল এই কলিজায়
যার প্রতিষেধক আজ ও এই আধুনিক মর্ডান সাইন্স
খুঁজে পেতে পারেনি।
কি করে ভুলে যাই তাকে, যাকে মনে করতে আমার মনের প্রয়োজন লাগেনি!!
প্রতিটা বিরামহীন নিঃশ্বাসে অনুভব করি তাকে।
প্রতিটা রাত্রে যে আমায় ঘুমোতে দেয় না, তাকে কি করে মাথা থেকে বের করি।
সে নিছক কল্পনা ভেবে ঘুম পাড়াতে চাই নিজেকে।।
কিন্তু, কি করে বোঝাই এই চোখ দুটোকে, যে তার ম্যেসেজে কখনো আমার মোবাইলের স্ক্রিনে লাইট জ্বলবে না।।
তবুও হাসি ঠাট্টা হাজার ব্যস্ততার মাঝে নিঃশ্বাস নিতে হয়।।
কি ভাবে এই নিঃশ্বাস বন্ধ করবো! এই ভাবনায় ও নিঃশ্বাস নিতে হয় প্রতিনিয়ত।
বেঁচে থাকা খুবই সহজ, তবে এই ভাবে প্রতিটা নিঃশাস তার নামে লিখে দেওয়ার পরে। তার মুখে আমায় উদ্দেশ্য করে বিভৎস গালাগালি টাও না শুনতে পাওয়ার বেদনা বহন করা মোটেও সহজ নয়।
আমায় ফিরিয়ে নিও প্রিয়,
যাকে তুমি নিজের হাতে গড়ে খেলার মাঠে নামিয়েছিলে খেলার জন্যে, তাকে নিয়েই তোমারই বানানো কেউ পুতুল খেলা খেলে গেলো।
তোমার প্লেয়ার বারবার হেরে ক্লান্ত, এই মাঠে সবসটিটিউট চাইছে তার।