টুপ- টাপ বৃষ্টি আজ ,
ভাঙ্গা হৃদয়ের ধোঁয়া কালো
মেঘ টাকে আপদ মস্তক ভিজিয়ে গেলো ।


নিদ্রিত শিশু আমি ,
জাগিয়া উঠি মেঘের কলোরবে ,
শান্তির নিদ্রায় বৃষ্টির ছিঁটে-ফোঁটা আন্দময় ।


নিস্ঠুর প্রকৃতি আজ ,
আমার চোখে উল্লাসের খাজানা
কন্ঠে এক আনন্দময় ভারসাম্যতা পরিলক্ষীত ।


কিঞ্চিত বৃষ্টির ফোঁটার ,
মাঝে প্রেমোময় মাধুর্যের আলিঙ্গন
আমাতে বসত প্রেমময় চিন্তাভাবনার উদগীরণ ।


শীর্ন দেয়ালের ঘরে ,
প্রেমময় বৃষ্টির ফোঁটা ভেদীত
আমোদময় ছিঁটে-ফোঁটা প্রেমমাধুর্যের আস্ফালনে ঠাসা ।


কিঞ্চিত প্রেম মোর,
হৃদয়ের গহীনের ছোট্ট বাসায়
লুটোপুটি করে আল্লাদে মতে শান্তবেলায় ।


*****সুব্রত পাল(blacink)*****