আজ বিকেলটা কাটছে সাদা কাগজ আর পেনসিলে।
আজ আর রং-তুলি নিয়ে বসিনি ।
আগের প্রত্যহ দিনের তিন-চার ঘণ্টার মতো ,
আজ মনে হোলো রং-তুলি বর্জন করি ।
জীবনটা যেন গ্রাফাইটের এই কালো পেনসিল ,
আর সাদা কাগজের নামে করে-দি ।
রং-তুলির রং-গুলো যেন আমাকে অতিষ্ট করেছে ।
আজ মনে হচ্ছে নিঃস্ফলক জীবন থেকে রং-তুলির সব রং হারিয়েছে ।
পুরোনো দিনের রং-তুলিতে আঁকা ছবি গুলোর , মতো রং যেনো আজ আর বহু খোঁজার পরও খুঁজে পাওয়া যাচ্ছেনা ।
আমি বার বার রং-এর কৌটো নাড়িয়া ছড়িয়ে দেখলাম,
আমি বার বার তুলিতে রং লাগিয়ে আঁকার চেস্টা করলাম,
বার-বার আমার অক্ষিগোলোক হতে মস্তিস্কে স্তব্ধ বার্তা যাচ্ছে আগের রং কোথায় গেলো হারিয়ে ?
অক্ষিগোলোকের প্রেরিত বার্তা নিঃদ্বিধায় চুরি করে জ্বিহা।
অক্ষিগোলোকের এই নিষ্ঠুর বার্তা কর্নপটহে যেন বজ্রের মতো নির্মম আঘাত হানছে ।
অক্ষিগোলোকে কুয়শা যেন রং গুলোকে আরো আবছা করে, মেঘলা আবহাওয়ার সৃস্টি করেছে ।
প্রথম বর্ষায় চাতকের মতো নৃত্য করা । হাত গুলো যেনো আজ অসাড় হয়ে আসছে ।
আজ যেন ঐ গ্রাফাইট-এর কলোকলির তৈরী আমার বর্তমান জীবন শৈলী গুলো ,
আজ যেন আবার এক নতুন দুঃখে ভরা গাঁথার সৃস্টি করেছে ।
আজ আমার জীবন শৈলী গুলো নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছে ।
আজ আমি দুঃখের কবরে , সাদা থানের অপেক্ষায়।
            ************************
                          ***সুব্রত পাল***
                     ***তাং:২৬/০৮/২০১৭***
                     ***সময় : রাত্রি ১২.১৫***
            ************************