শুখের চাদর উড়িয়ে শ্রাবন ,
বদলের ঘন-ঘটায় !
দিয়ে যাবে তিলক, ফেলোনা পলক ।
তোমার ললাটের সাবিত্রী স্থানে ।


সান্ধ্যবেলায় বসে কেনো তুমি ,
এই ভাঙা-চোরা আঙ্গিনায় ।
পবনের আঘাতে উড়ে যাবে ,
তোমার কেশের আলিঙ্গন ।


মেঘ করে ঐ পূবের ঘাটে ,
ফিরে চলো তুমি বাটে ।
বসে তুমি এখনো ভাঙ্গা নৌকায় ,
ছেঁড়া পালটা তুলে ।


আসবে হয়তো এখুনি তুফান ,
দোর দেবে চলো বাটে ।
সান্ধ্য প্রদীপ নিভে যাবে হয়তো !
তোমার ক্লেশিত চিত্তের ফলে ।