এ কেমন আসা যাওয়া,
  এ কেমন লুকোচুরি!


               আমি ভাবি এসেছে কেউ,
               বালুচর ছুঁয়েছে ঢেউ!
               অথচ প্রিয় গান থেমে যায় সুরে
               প্রতীক্ষার ঢেউ মিলিয়ে যায় দূরে!
               আমি ভাবি এসেছে কেউ,
               অথচ শূণ্যতা কেড়ে নেয় তারে;
               আমি ভাবি ছুঁয়েছি ঢেউ,
               অথচ ঢেউ বয়ে যায় উজানের পাড়ে!


  এ কেমন আসা যাওয়া,
  এ কেমন লুকোচুরি!


                আমি ভাবি ছুঁয়েছি আকাশ,
                অথচ আকাশ মেঘের 'পরে;
                অন্ধকারে ঘিরে আসে চারিপাশ!
                আমি ভাবি এসেছে গোধূলি প্রহর,
                অথচ কেমন সন্ধ্যা নেমে আসে,
                আঁধারে ডেকে যায় মনের শহর!


                আমি ভাবি এসেছে ফিরে,
                অথচ শূন্যতায় পেতেছি দুহাত;
                ঘর ভেঙে যায় অকাল ঝরে!



  এ কেমন বহুরূপী,
  এ কেমন ফিরে আসা!