আমাদের সব প্রেম ফুরিয়ে অবেলায়,
  ফুল হয়ে যাবে তুমি;
  আর ভুল হয়ে যাবো আমি,
  শ্রাবণ বরষায় একাকী ভিজবো আবার!


  কিছু গান মুছে যাবে জলে,
  কিছু কথা পোড়াবে অনলে;
  প্রিয় মুখ হয়ে যাবে ম্লান!
  ফুল হয়ে যাবে তুমি;
  আর ভুল হয়ে যাবো আমি,
  ঝরা পাতার গল্পেরা শুধুই আমার!


  আমাদের সব পথ মিলিয়ে অন্ধকারে,
  কখনোই খুঁজে তুমি পাবে না আমারে আর;
  তুমি এক আশ্চর্য আলো;
  আর আমি শুধুই অন্ধকার- অদ্ভুত অন্ধকার!


  আমাদের সব কথা কোলাহলে মিশে যাবে,
  প্রিয় নাম মুছে দেবে কেউ,
  ফুল হয়ে যাবে তুমি,
  আর ভুল হয়ে যাবো আমি;
  আনন্দের সমারোহে তবু তোমাকেই ছোঁব আমি,
  তোমার পথের 'পরে
  আমি সেই সুবর্ণ বালুকার ঢেউ!