বসে আসি পড়ার টেবিলে,
বই বন্ধ খাতা মেলে|
কলম হাতে খাতায় লিখি,
কবিতা লিখি মেলে আখি|
ভাল লাগেনা পাঠ্য বই,
ভাবি আমি সাহিত্য কই|
মজা আছে সাহিত্যে,
মন খুলে তা পড়তে|
জানার আছে আনেক কিছু,
জানা না থাকলে সবি মিছু|
বই বাদে সাহিত্য পড়ি,
বিবেক বুদ্ধি বৃদ্ধি করি|
মনিষিগন বলে গেছেন,
মনে প্রাণে সাহিত্য রাখেন|
সমাজকে বদলে দিন,
সাহিত্যের শিক্ষা নিন|
নানানা বিষয়ের বই পড়ি,
নতুন চরে জীবন গড়ি|
সাহিত্যের খেলায় মেতে,
সত্যিকারের আনন্দ পেতে|
চর্চা করি সাহিত্য,
চাইযে মোরা মহত্য|