হে নিষ্ঠুর পরিবার,
কেন কেড়ে নাও ভালবাসা|
সন্তানের সুখ চাও,
কেন তবে দুঃখ দাও|
তোমাদের ভালবাসার জন্যে,
সকল আশা ছিন্যে|
হাজার কষ্ট দিয়ে,
অগ্নি পরিক্ষা নীয়ে|
তার স্বপ্ন কেড়ে,
ভালবাসাকে মেরে|
দাও তুলে অন্যের হাতে,
মনের শান্তি হতে|
অনেক দুরে তাড়িয়ে,
ঐসজ্জের দিকে বাড়িয়ে|
মনে কর সে সুখি,
সে জানে সে দুঃখি|
কেন তবে এ সবি|