আগুনের শিখায় পুড়ছে দম্ভ
এটাই বাস্তব নিয়তি
কত ক্ষোভ কত অভিমান
আঁখির জলেই ইতি।


শুনবে না আর কটুবাক্য
কত না অভিযোগ
এক নিমেষেই ফুরিয়ে গেল
জীবনের যোগ বিয়োগ।


যারা তোমার সাথে ছিল
তারাই মনে রাখবে
পূর্ণ কর্ম যেটুকু ছিল
সেটাই স্মরণে  করবে।


চলেই যখন যেতে হবে
ঘৃণা কেন ছড়ালে?
হৃদয় ভরা গোপন ভালবাসা
লুকালে কেন অন্তরালে ?


ভালোবাসার অমূল্য রত্ন খনি
ছিল তোমার সাথে!
বিলিয়ে দিয়েই শান্তি আসে
সেটা তুমিই জানতে!


সবাই চাইতো শুধুই সেটা
কেন করেছো কৃপণতা
আবার যখন আসবে ধরায়
ভুলোনা এই বার্তা।


**********