সময়ের স্রোতে সকল কর্মের সম্পর্ক ছেড়ে  আসে অতিতের সব স্মৃতি
মনের অজান্তেই মনে পড়ে পুরোনো দিনের কথা।
এই তো সেদিন ছিল সব কিছু স্বপ্নের মতো রঙিন
ঝরা পাতার মর্মর ধ্বনিতে জেগে ওঠে নতুন পৃথিবী।
অন্যমনে নতুন সকালের সূর্য দেখা,
গতানুগতিক ছন্দ হারিয়ে নতুন মালা গাঁথা,
উপহার আর উপকরণে কর্মজীবনের ইতি,
একলা মনে ভাবনায় ভাসে গতকাল আজ স্মৃতি!
চেনা মুখগুলো ঝাপসা হতে হতে শূন্যতায় হারিয়ে
অস্তিত্ব শুধু টিকে থাকে পুরোনো অ্যালবামে।
কোনো এক বৈকালের বসন্ত বেলায় কখনও যদি মনে পড়ে
তখন হয়তো বিদায়ের দিনটা স্মৃতিটুকুই অস্পষ্ট স্মরণে আসে।
জলছবির মতো ছোট্ট বেলার সেই  পুতুল খেলার স্মৃতি আর খামখেয়ালি ছোটাছুটি,
ক্ষণিকের তরে হৃদয়খানিতে পাখির মতো ভাসে।
প্রকৃতির নিয়মে পার্থিব দেহ জীর্ণতা নেমে আসে।
কত ঘটনার ঘনঘটা স্মৃতির পাতায় রাত্রি জাগে,
হারিয়ে যায় না শুধু শিশু মনটা যেমনটা ছিল আগে।


************