সবাই আমরা সুন্দরের পূজারী
কিন্তু সেই সৌন্দর্য প্রকাশ
যদি অন্তর হতে হয়
তবে তা হৃদয়ের মরমে
প্রবেশ করে,
তাকে ভোলা যায় না।
পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য
মনের জগতে বিশেষ প্রভাব ফ্যালে।
বাস্তবিক অর্থে তা
শরীর ও মনকে সতেজ করে ।
কিন্তু মানুষের ঐ বাহ্যিক সৌন্দর্য মোহগ্রস্তের মতো
নেশা ছাড়া আর কি!
পরম করুণার পাত্র হতে
ভক্তিও প্রেমের সুধাই শুধু ঝরে
ছলনার পাত্র হতে শুধুই
ধোঁকা আর আর গরল নিঃশিত হয়!
তাতে কোনো সন্দেহ নাই।
আর আমরা মনুষ্য জাতি,
নিরন্তর ষড়যন্ত্রের শিকার
একমাত্র নিজেরাই।
মিথ্যা মায়াজালে বিভোর হয়ে
মসৃণ যাত্রা পথ করেছি কর্দমাক্ত।
ক্ষণিকের বাহ্যিক সৌন্দর্যে
হারিয়ে যাই কেন?
কারণ সেতো মায়া, ক্ষণস্থায়ী!


*****************