তুচ্ছ অহংকার


**************


জীবন মানে চড়াই উতরাই
      হাসিখুশি আনন্দে তাই
জীবন পথেই সমস্যার পাহাড়
    ভৃত্যসম করতে চাই।


দিবালোকে ঐ সূর্য ঢাকে
     বাতিখানি জ্বালিয়ে রাখে।
অবুঝ মন স্বপ্ন দেখে
    ভুলে গিয়ে বাস্তবটাকে।


এমনই করে প্রাণ বৈতরণী
      স্রোতের টানে ভাসে,
ছেঁড়া পালের বাঁকা হাসিও-
      বিলীন হচ্ছে বাতাসে।


হৃদয় কোঠোরে জীয়ন কাঠি
      করছে টিক টিক;
সঠিক সময়ে সঠিক কাজটি
      করছে কজন ঠিক!


ভালো মন্দের হিসাব নিকাশ
       অর্থমূল্যেই চলছে আজ
মানুষই গড়ে মানুষ  মারার
       শোষণ যন্ত্রের কাজ।


সৎ মানুষ পায় না খেতে
নাইকো তাতে লাজ,
অসৎ মানুষ টাকার জোরে
দেখায় অহং সাজ।


সঠিক শিক্ষা সঠিক জ্ঞানে
প্রবিত্র আলো জ্বালাও
নতুন পৃথিবী অপেক্ষা করে
প্রেমের কথা শোনাও।


      কলমে -- বিশ্বজিৎ মারিক
   ------------
21/09/2020
বহড়ু; দক্ষিণ ২৪ পরগনা